ডিসেম্বর ১, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ

আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়ায়। আকাশ ওই গ্রামের শাহেন শাহ চৌধুরীর ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গতকাল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়ার নিজ বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর তিনি নিজ গ্রামে এসে আত্নগোপনে থাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এমরান চৌধুরী আকাশ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার ৫৮তম আসামি। আইনগত ব্যবস্থা গ্রহণের পর আকাশকে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print