ডিসেম্বর ১, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ণ

আমরা সবসময় শ্রমিকদের সাথে রয়েছি: জিয়াউল হক

রোববার মহান মে দিবসে বগুড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: এনসিএন
রোববার মহান মে দিবসে বগুড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: এনসিএন

“আমরা সবসময় শ্রমিকদের সাথে রয়েছি, তাদের যেকোনো স্বার্থ আদায়ে আমরা পাশে দাঁড়িয়েছি। মেহনতি শ্রমিক ও মালিকদের সহযোগিতা নিয়ে বগুড়াকে আমরা আধুনিক জেলায় রুপান্তর করতে চাই। যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এবং বসবাসযোগ্য চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হবে।”

রোববার (১ মে) মহান মে দিবসে বগুড়ায় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‌্যে এসব কথা বলেন জেলা প্রসাশক মো. জিয়াউল হক।

এদিন ‘শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা’ স্লোগানে বগুড়ায় মে দিবস পালিত হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল‌্যাণের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে সার্কিট হাউজ মোড় প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয় ।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম (সদর সার্কেল ও গণমাধ‌্যম) ও আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক শরিফুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print