অক্টোবর ১৪, ২০২৫ ১১:৩৯ পিএম

আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা

Oplus_16908288
Oplus_16908288

গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেয়া হবে বলে জানিয়ছেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে এই টাকা হাজিরা ফেরত পাবেন না বলেও জানান তিনি।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। টাকা ফেরত কারা পাবেন এমন প্রসঙ্গে তিনি বলেন, এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়ছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।

আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়বেও বলেও জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন।

উপদেষ্টা আরও বলেন, আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সাথে মিটিং আছে। আশা করি হজের নিবন্ধনের সময় বাড়বে। আমরা হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো। এসময় উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে বলেন, আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই। আমরা টাকা লুট করিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print