কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল র্যালী করেছে স্থানীয় সমর্থকেরা।
বুধবার (২৯ তারিখ) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বর থেকে এ র্যালী বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় প্রায় ৮০টি মোরসাইকেল নিয়ে সমর্থকেরা র্যালীতে অংশ নেয়।
বগুড়া শিবগঞ্জ উপজেলা আর্জেন্টিনা ফুটবল সাপোর্টার্সের আয়োজনে এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এদিন র্যালীতে বিভিন্ন পরিমাপের বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, ব্যান্ড ও প্রিয় দলের জার্সি পড়নে সমর্থকেরা হাজির হয়। পরে প্রায় ৮০টি মোটরবাইক নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
শিবগঞ্জ উপজেলা আর্জেন্টিনা ফুটবল সাপোর্টার্সের সভাপতি আরমান ইসলাম জয় বলেন, কাতার বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন যোগাতেই আজকের এই র্যালীর আয়োজন করা হয়েছে। এখানে বগুড়া জেলা ফুটবল সাপোর্টার্সের বিভিন্ন পর্যায়ের সমর্থকরা অংশ নিয়েছে। আমরা আশা করছি আজকের খেলায় বিজয় লাভ করে আর্জেন্টিনা নকআউট পর্বে খেলবে।
আর্জেন্টিনা সমর্থক মহিদুল ইসলাম বলেন, এই বিশ্বকাপ আমাদের জন্য ভিন্ন রকমের। কেননা ফুটবল জাদুকর মেসির শেষ বিশ্বকাপ। আর এজন্য আমরা চাই মেসির হাতে কাপটি উঠুক। মূলত আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবেসেই আজ আমাদের এই মোটরসাইকেল র্যালী বের করেছি।
এনসিএন/এআইএ