সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:৪৭ পিএম

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু

Oplus_16908288
Oplus_16908288

গত বছর ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর।

সূচনা বক্তব্যে তিনি বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য-প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। শুনানিতে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না- এমন প্রশ্ন তোলেন ট্রাইব্যুনাল ২।

পরে চিফ প্রসিকিউটর বলেন, এই বিতর্ক অহেতুক- ট্রাইব্যুনাল আইনে ওই বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতা দেয়া আছে।

এদিকে, জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু’সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। চলতি মাসের ২৯ তারিখের মধ্যেই এ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন।

এছাড়া এদিন ট্রাইব্যুনাল ২-এ আবু সাঈদ হত্যা মামলার ৫ দিনের সাক্ষ্যগ্রহণ ও ট্রাইব্যুনাল ১-এ চানখারপুলের ৬ জনকে হত্যা মামলার ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print