অক্টোবর ১৫, ২০২৫ ৩:৫১ এএম

ইউনেসকোর সম্মেলনে বাংলাদেশ সভাপতি

Oplus_16908288
Oplus_16908288

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন– ব্রেকিং নিউজ! ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

জাপানকে ৩০-২৭ ভোটে হারিয়ে এ সম্মান অর্জন করেছে বাংলাদেশ।

উপদেষ্টা আরও জানান, কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতা করছিল কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় দেশ দুটি।

প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে ইউনেসকোর ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউনেসকোর সভাপতিত্বের দায়িত্ব পাওয়া কোনো দেশের জন্য আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ অর্জন। এর আগে, ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেসকোর সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print