অক্টোবর ১, ২০২৫ ১:৩১ এএম

ইলিশের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার, উৎপাদন কমায় উদ্বেগে সরকার

Oplus_16908288
Oplus_16908288

ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট নানা কারণে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে ইলিশের দামে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি করা হয়েছে ১০৩ টন ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ১২.৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি ৭৭ লাখ টাকা।

তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ইলিশ আহরণ, ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সময়ে ৩৭ জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ এর আওতায় সাড়ে ১৫ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হবে।

ফরিদা আখতার বলেন, “ইলিশের উৎপাদন কমে যাওয়ায় আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি দাম কমাতে না পারায় জনসাধারণের কষ্ট আমরা অনুধাবন করছি।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print