কর্মস্থলে ফেরা মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে বগুড়ায় মহাসড়ক ও বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআরটিএ।
বৃহস্পতিবার দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে মহাসড়কে চলাচলকারী ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন লক্কড়ঝক্কড় দুটি গাড়িতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডের সকল কাউন্টারের কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান প্রসঙ্গে বিআরটিএ বগুড়া সার্কেলের মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ প্রধান কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে প্রতি বছরের ন্যায় মহাসড়কে তাদের এ অভিযান শুরু হয়েছে। তারা ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিশ্চিত করার চেষ্টা করছেন মহাসড়কে নিরাপদ যাত্রা। কারণ ইদানিংকালে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে কিংবা ট্রাকে প্রতিনিয়ত মহাসড়কে চলাচল করছে অসচেতন মানুষ যার কারণে সড়কে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা যা প্রতিরোধ করাই তাদের মূললক্ষ্য। এছাড়া মহাসড়কে যারা হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল নিয়ে ছুটছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হচ্ছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একই দিন তারা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ঠনঠনিয়াতে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সকল টিকেট কাউন্টারে কঠোরভাবে সতর্ক করেছেন। আগামী কয়েকদিন টানা এই অভিযান পরিচালিত হবে মর্মেও জানান এই কর্মকর্তা।
অভিযানে জেলা প্রশাসন ও বিআরটিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের সদস্যরা।