মে ১৯, ২০২৪ ৩:১৭ পিএম

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বগুড়ায় অনুপস্থিত ১২২ শিক্ষার্থী 

এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় বগুড়ায় ১২২জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষা শাখা জানিয়েছে, জেলায় এবার মোট পরীক্ষার্থী ৩৪ হাজার ৪০৯জন। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত ও অনিয়মিত মিলে ২৬ হাজার ৭২জন, আলিমে ২ হাজার ৫৪৩ এবং বাকি ৫ হাজাত ৭৯৪জন বিএম শাখায়।

এদিকে, প্রথম দিনের পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত ২৪ হাজার ৮২০ জনের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল । তবে পরীক্ষার প্রথম দিনে ১২২জন অনুপস্থিত থাকায় ২৪ হাজার ৬৯৮জন পরীক্ষায় বসেছে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আল মারুফ বলেন, ‘১ম দিনে জেলায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটা কেন্দ্রের জন্য ট্যাগ অফিসার এবং পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। আশা করছি আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ‘

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print