অক্টোবর ১৫, ২০২৫ ৯:৪১ পিএম

এবারও ১৪টি ভাষায় প্রচারিত হবে হজের খুতবা

এবারও ১৪টি ভাষায় প্রচারিত হবে হজের খুতবা
এবারও ১৪টি ভাষায় প্রচারিত হবে হজের খুতবা। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের অন্যতম অনুষঙ্গ আরাফার খুতবা। মুসলমানদের কাছে এই খুতবার মহত্ত্ব অনেক। বরাবরের মতো এবারও এর লাইভ অনুবাদ প্রচার হবে।

মূলত হজের খুতবাটি আরবিতে পড়া হয়। অন্যান্য ভাষাভাষীদের সুবিধার্থে এবার ১৪টি ভাষায় অনুবাদ করে এটি প্রচার হবে।

এতে করে বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ এই খুতবা বুঝতে পারবে। ভাষাগুলো হলো বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফারসি, ফরাসি, চীনা, মালয়, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, সোয়াহিলি ও তামিল।

মসজিদুল হারামের মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইসির বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

গত বছর বাংলাসহ ১০ ভাষায় এ অনুবাদ সম্প্রচার হয়েছিল। এবার পঞ্চম বছরের মতো এটি সম্প্রচারিত হচ্ছে।

২০২২ সালে পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই। হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের নির্ধারিত দিন। এদিন বিশ্ব মুসলিম উম্মাহ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print