বগুড়া, ৭ এপ্রিল ২০২২: বগুড়া ইমাম মোয়জ্জিন সমিতি বগুড়া ও পার্শ্ববর্তী এলকার জন্য ফিতরা নির্ধারন করেছেন। ফিতরা নির্ধারণী বৈঠকে বৃহস্পতিবার বিকাল ৩ টায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ইমাম মোয়াজ্জিন সমিতির এক সভায় সর্বনিম্ন ৭০ টাকা (১ কেজি ৬৫০ গ্রাম গম বা ময়দার মূল্য অনুযায়ী)। সর্বোচ্চ ফিতরা নির্ধারন করা হয়েছে ৩৩০০ টাকা।
সভায়া সভাপতিত্ব করেন বগুড়া ইমাম মেয়াজ্জিন সমিতির সভাপতি ও বায়তুর রহমান মসজিদের খতিব মুফতি মাও: মো: আব্দুর কাদের। সর্বোচ্চ ফিতরা নির্ধারন করা হয়েছে উন্নত মানের খেজুরের মূল্য নির্ধাররেন উপর। এখানে উন্নত মানের খেজুরের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা কেজি ।উচ্চ বিত্তদের জন্য সবোর্চ্চ ফিতরা নির্ধারন করা হয়েছে। সেই অনুযায়ী ৩কেজি ৩০০ গ্রামের মূল্য অণুযায়ী নির্ধারনকরা হয়েছে বলে জানান সমিতির সভাপতি মুফতি মাও: আব্দুল কাদের।
ইমাম ও মোয়াজ্জিন সমিতির এই সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক মাও: ফজলুল করিমসহ সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।