অক্টোবর ১, ২০২৫ ১২:৪০ এএম

ওড়না ছাড়া দেখতে চাওয়া সেই অধ্যক্ষ হলেন ওএসডি

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দোওয়া হয়েছে। 

সেই আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ সিরাজগঞ্জে সংযুক্ত করা হয়েছে। এছাড়া আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত এবং ১৩ অক্টোবরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের আরো ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন এবং ওএসডি করা হয়েছে।

উল্লেখ, ছাত্রীদের ওড়না ছাড়া দেখতে চাওয়াসহ আপত্তিকর মেসেজ পাঠিয়ো কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। তাঁর পাঠানো কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টক অব দি জেলায় পরিণত হয়। ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীসহ অভিভাবকরা। বিচারের দাবিতে ছাত্রীদের পাঠানো অধ্যক্ষের সেইসব মেসেজের স্ক্রিনশট কলেজের প্রধান গেটে ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print