মে ১৬, ২০২৪ ৮:২২ এএম

কখন বেড়িয়ে আসবেন সম্পর্ক থেকে

একটা সম্পর্ককে সুস্থ ও সুন্দরভাবে এগিয়ে নিতে দুই সঙ্গীর আন্তরিকতাই জরুরি। সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু একজনই যদি চেষ্টা করে যেতে থাকেন, তাহলে তা একসময় তিক্ততায় রূপ নেয়। আর এ ধরনের একতরফা সম্পর্ক পরস্পরের প্রতি অসম্মান তৈরি করে। এ সম্পর্ক অসুস্থ সম্পর্ক। সুস্থতার অভাবে শরীর যেমন বাঁচে না, তেমনি সম্পর্কে সুস্থতা না থাকলে তাও টিকিয়ে রাখা সম্ভব হয় না।

চলুন জেনে নেয়া যাক কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন সম্পর্ক আর টিকছে না-

চেষ্টার অভাব

যদি খেয়াল করেন যে আপনার সঙ্গীর সঙ্গে আপনার মানসিক দূরত্ব বাড়ছে, আপনার বা আপনাদের সম্পর্কের প্রতি তিনি উদাসীন, আপনার মতামত বা চিন্তার প্রতি তাঁর শ্রদ্ধাবোধ নেই, তাহলে বুঝে নিতে হবে যে তিনি আপনার জন্য সঠিক সঙ্গী নন।

আপনাকে অবহেলা করছেন না তো?

সঙ্গী থাকা সত্ত্বেও কখনো কখনো নিজের একা লাগতে পারে। আপনার এই একাকিত্ব দূর করতে আপনার সঙ্গীর যদি কোনো প্রচেষ্টা না থাকে, তাহলে তিনি আপনার আবেগকে অবহেলা করছেন। আর এটা যদি লম্বা সময় ধরে চলতে থাকে, তাহলে বুঝবেন যে তিনি আপনার জন্য সঠিক সঙ্গী নন।

বিশ্বাসহীনতা

একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের ভিত হচ্ছে পারস্পরিক বিশ্বাস। যদি কোনো কারণে আপনার সঙ্গী আপনাকে অবিশ্বাস করতে শুরু করেন, তাহলে ক্রমেই সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। আপনার সিদ্ধান্ত ও পরামর্শের প্রতি আস্থা না রাখাও একধরনের বিশ্বাসহীনতা।

আপনার প্রতি শ্রদ্ধাশীল নন

একটি সম্পর্কে ভালোবাসার সঙ্গে সঙ্গে শ্রদ্ধাবোধ থাকা খুব জরুরি। আপনার সঙ্গী যদি আপনাকে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন করেন, তাহলে বুঝে নিন, এটা কোনো সুস্থ সম্পর্ক নয়। সম্পর্কের মধ্যে শ্রদ্ধাহীনতা আপনার জন্য একটি বিপৎসংকেত। তাই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।

নেতিবাচক মনোভাব

আপনার সঙ্গী যদি সব সময় আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা রাখেন এবং সারাক্ষণ আপনার সমালোচনা করেন যা আপনাকে মানসিক কষ্ট দেয়, তাহলে বুঝবেন যে তিনি আপনার শুভাকাঙ্ক্ষী নন। একটি সুস্থ সম্পর্কে থাকতে হলে সঙ্গীর সহযোগী মনোভাব খুব জরুরি। যে সম্পর্ক আপনাকে ছোট ভাবতে বাধ্য করে, তা স্বাভাবিক নয়।

অন্যের সামনে অপদস্থ করা

আপনার সঙ্গী যদি কথা দিয়ে বা মজা করেও আপনাকে পরিবার বা বন্ধুদের সামনে ছোট করেন, তাহলে বুঝে নিন যে তিনি আপনার জন্য সঠিক ব্যক্তি নন। তাঁর এ ধরনের আচরণ প্রমাণ করে যে তিনি আপনাকে অসম্মান করছেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print