ডিসেম্বর ১, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ণ

কাকিনা-মহিপুর সড়ক সেতু দিয়ে বাস ট্রাকসহ সকল যানবাহন চলার দাবিতে সংবাদ সম্মেলন

Oplus_16908288
Oplus_16908288

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর রংপুর সরু সড়কটি মহাসড়ক দাবীতে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট জেলা যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি।

সংবাদ সম্মেলনে এলজিইডি এ সড়কটি সড়ক ও জনপদের আওতায় নিয়ে বাস ট্রাকসহ সকল যানবাহন চলাচলের দাবী করেন।

সোমবার দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির বাবু একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, তিস্তা নদীতে সেতু নির্মাণের পর ২০১৮ সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর ২০২৩ সালের ২৮ মে রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে। বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৫০কিলোমিটার সড়ক বেশি গাড়ি/ট্রাক চালাতে হয়। কাকিনা-মহিপুর রংপুর সড়ক সরু সড়ক হওয়ায় বাস ও ট্রাক চলাচল করে না। এতে প্রায় ৫০ কিলোমিটার ঘুড়ে যাত্রী বাহী বাস পণ্যবাহী ট্রাক রংপুর প্রবেশ করতে হয় এতে অর্থ ও সময়ের ব্যাপক অপচয় হয়। তিনি আরো বলেন কাকিনা থেকে রংপুর এই রাস্তাটি প্রথমে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় নিয়ে যথাযথভাবে সংস্কার ও প্রশস্ত করার পর বাস ট্রাকসহ সকল যানবাহন চলাচলের দাবী জানানো হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, কাকিনা – মহিপুর রাস্তাটি স্থানীয় সরকার আওতাধীন তাই এ রাস্তা দিয়ে বাস – ট্রাক ভারী যানবাহন চলাচল করার জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্মারকলিপি দিয়েছেন সংবাদ সম্মেলনের কথাটি কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print