ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

Oplus_16908288
Oplus_16908288

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ’ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কালীগঞ্জ সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিকাল ৩ টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার সুকান্ত সরকার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সেমিনারে আলোচক হিসাবে বক্তব্য রাখেন,  লালমনিরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা, মতিউর রহমান, প্রেসক্লাব কালীগঞ্জ সভাপতি তিতাস আলম, সহ সভাপতি হাসান আব্দুল মালেক।

এ ছাড়া রঞ্জিত কুমার শীল, ফুল কুমার দাস, শংকর রবিদাস, দিনেশ পাল, নর সুন্দর, কামার, কুমার, জেলে বাঁশ বেত তাঁত শিল্প সম্প্রদায়ের অর্ধশত ব্যক্তি সেমিনারে অংশগ্রহণ করেন দৈনন্দিন জীবনযাত্রার কথা তুলে ধরেন।

সেমিনারে বক্তারা প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নানান উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া পেশাজীবীদের মান আরও আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print