ডিসেম্বর ১, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

কাহালুতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ

কাহালুতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ।
কাহালুতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবিঃ সংগৃহীত

বগুড়ার কাহালুতে পৌর বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্র নেতা নূরে আলম ও সেচ্ছাসেবক দলের আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯শে আগস্ট) বিকেলে কাহালু চার মাথা এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

কাহালু পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছার রহমান আনিস এই সমাবেশের সভাপতিত্ব করেন ।

সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ সাইফুল ইসলাম ও যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল।

এছাড়াও কাহালু নন্দীগ্রাম বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন সহ বগুড়া জেলা ও কাহালু উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে কাহালু পৌর বিএনপি ও উপজেলা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print