আগস্ট ৬, ২০২৫ ৮:৫৮ পিএম

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিজয় মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গত (০৫ আগস্ট) আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিশাল বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (০৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যনারে এ কর্মসুচি পালন করেন তারা।

সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন সংগঠনের ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকে।

পরে দুপুরে সেখান থেকে বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি শহরের প্রধাণ প্রধাণ সড়ক ঘুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে যোগ দেয়।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক শরিফুল ইসলাম শরিফসহ বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের কারনে দীর্ঘ ১৭ বছর ধরে উৎসবে এক সাথে মিলিত হতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। এখন সুযোগ এসেছে মন খুলে কথা বলার। স্বাধীনভাবে চলাচলের। তবে অবশ্যই নির্বাচনের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। প্রস্তুতি সতে হবে সবাইকে। জনগনের সাথে সৌহার্দপূর্ন আচরনে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print