আগস্ট ৫, ২০২৫ ১০:২৫ পিএম

গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা

৫আগস্ট গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্লাব মিলনায়তনে এই সভা হয়।

প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি, অধ্যক্ষ শাহাবুদ্দিন, মীর্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু, সবুর শাহ লোটাস, এ্যড. পলাশ খন্দকার, এ্যড. মোজাম্মেল হক, শেখ শাহেদ, মামুনুর রশিদ, প্রতিক ওমর, হারুনুর রশিদ তালুকদার, আইনুর ইসলাম, ফেরদৌসুর রহমান, রায়হান আহমেদ রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, কোনজাতিকে দির্ঘদিন নিস্পেষিত করে ক্ষমতায় থাকা যায়না। শহীদদের ত্যাগকে সন্মান জানাতে হবে। শোককে শক্তিতে পরিনত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফ্যসিস্টদের প্রেতাত্মা এখনও আছে, ভারতে থেকে পলাতক হাসিনা হুংকার দিচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে।

বক্তারা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বর্তমান সরকারকে ব্যর্থ সরকার বলে অভিহিত করেন। ১৭ বছরের আন্দোলনকে অস্বীকার করলে দেশকে অস্বীকার করা হয়। আমাদের বিজয়কে সংহত করতে হবে, শোষন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুচিকিৎসার জন্য বতর্মান সরকারের কাছে দাবি জানানো হয়। শহীদদের পরিবারের প্রতি সার্বিক সহযোগীতা ও আহতদের সুচিকিৎসা এবং নির্ভুল ভাবে শহীদ এবং আহতদেও তালিকা প্রস্তুত করে জাতির সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, রাফু, সুলতান আহমেদ, শামিম আহমেদ, মেহেদী হাসান লিটন, আব্দুল করিম, শাহ আলম শেখ মুক্তার, আবু মুসা, ঈশা খাঁন, গোলজার হোসেন মিঠু, রেজাউল হক বাবু, আল আমিন, হাসানুজ্জামান পলাশ, আল মুমিন, শুভ, ইনসান শেখ, মোমিন, প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print