জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া সদর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শহরের হোটেল নাজ-এ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি বগুড়া জেলা শাখার সমন্বয়কারী সদস্য শওকত ইমরান।
সভায় বক্তব্যে শওকত ইমরান বলেন, “বগুড়া সদরে এনসিপির কার্যক্রমকে জনমানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে পরিচালনা করতে হবে। আমাদের লক্ষ্য হলো—প্রত্যেকটি ইউনিয়নে এনসিপির উপস্থিতি নিশ্চিত করে একে সত্যিকারের গণমানুষের দলে রূপান্তর করা।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে এনসিপি একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় সদর শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আগামীর পথচলায় সবাইকে সংগঠিত ও সুসংগঠিত থেকে দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আহ্বান জানানো হয়।