আগস্ট ১৩, ২০২৫ ৮:৪৪ পিএম

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে শাজাহানপুরে মানববন্ধন

Oplus_16777216
Oplus_16777216

গাজীপুরের চন্দনায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে মাঝিড়া ডাচ-বাংলা বুথের সামনে শাজাহানপুর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়।

প্রেসক্লাব সভাপতি মো. জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সজিবুল আলম সজিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কালাম আজাদ।

এসময় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ,উপজেলার কর্মরত সকল সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print