জুলাই ১৮, ২০২৫ ১২:১৪ এএম

গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

Oplus_16777216
Oplus_16777216

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ-আ’লীগের হামলার প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাদ আছর শহরের নবাববাড়ী সড়কস্থ শহর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বগুড়া শহর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, রিয়াজ উদ্দিন, আল-আমিন, আজগর আলী, অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, শাহীন মিয়া, আব্দুল হামিদ বেগ প্রমূখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ফ্যাসিস্ট আওয়ামীলীগেরদেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও সেনাবাহিনীর ওপর নিষিদ্ধ ছাত্রলীগ-আ’লীগের নৃশংস হামলা প্রমাণ করে শেখ হাসিনার অনুসারীরা সুস্থ রাজনীতির উপযুক্ত নয়। তারা এখন উগ্রবাদী জঙ্গী গোষ্ঠীতে পরিনত হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত এখনি উপড়ে ফেলতে হবে। অবিলম্বে গোপালগঞ্জসহ সারাদেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী জঙ্গীদের নির্মুলে চিরুনি অভিযান চালানোর জন্য জামায়াত নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবী জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print