বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়া সদর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ সোমবার (১৩ জুন) বিকেলে বাঘোপাড়া বন্দরে বিক্ষোভ এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি খান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অতি শীঘ্রই আওয়ামীলীগ সরকার বিদায় হবে। জনবিচ্ছিন্ন সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেনা। তারা দেশ চালাতে ব্যর্থ হয়ে আবল তাবল বলছে। বিএনপি একমাত্র দল, যার ক্ষমতা আছে একক ভাবে নির্বাচন করার। কঠোর আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আরেক যুদ্ধ করতে হবে। দেশ ও দেশের মানুষকে এই অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।’
এদিন আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আলী আজগর তালুকদার হেনা।
তিনি বলেন, বর্তমান অবৈধ হাসিনা সরকার জনগনকে ভয় পায়, সে জন্য তিনি দিনের ভোট রাতে করেন। এই সরকারকে আমরা যদি পতন ঘটাতে পারি, তাহলে শুধু বিএনপিই নয় সর্বস্তরের জনগণ উপকৃত হবে। তাই সকলকে সাথে করে নিয়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করেই তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
বিক্ষোভ সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সদর উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী হাজেরা বেগম, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর, সদর উপজেলা যুব দলের আহবায়ক শ্রীঃ অতুল চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকারসহ বক্তব্য রাখেন অনেকেই।
সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন বিএনপি নেতা মাওলানা মোঃ ছামসুল হক মোল্লা।
