ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নারীকে লাথি মারার ঘটনায় মূল আসামি গ্রেফতার

Oplus_16908288
Oplus_16908288

চট্টগ্রামের জামালখানে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে নারীকে মারধর ও লাথি মারার ঘটনায় প্রধান অভিযুক্ত সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিএমপি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আকাশ চৌধুরী নামে এক ব্যক্তি বাম ছাত্রজোটের নারীকে লাথি দিয়ে ঘটনাস্থলে নাজুক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) মো. ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে এবং ঘটনায় জড়িত মূল আসামিকে শনাক্ত করে।

পরবর্তীতে, আজ রোববার কোতোয়ালি থানাধীন লালদিঘী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীকে (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গত ২৮ মে কোতোয়ালি থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে এই হামলার ঘটনা ঘটে।

এ সময়, এক নারীকে লাথি (লাঞ্ছিত) মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। লাঞ্ছনাকারী যুবক ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। সম্প্রতি আকাশ চৌধুরীকে জামায়াত থেকে ঘোষণা দিয়ে বহিষ্কার করা হয়।

পরে, বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে সংবাদ সম্মেলনে নারী নেত্রীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানায় গণতান্ত্রিক ছাত্রজোট।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print