সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৪৩ এএম

চট্টগ্রামে ২৫০পিচ ইয়াবাসহ বগুড়ার রফিক গ্রেফতার

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২) ইয়াবা সহ চট্টগ্রাম সিএমপি বাকলিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিককে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাকলিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, “গ্রেফতারকৃত রফিকুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে শাজাহানপুরে রাজনৈতিক মহলে জানা গেছে, রফিক নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে আসছিল। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে সে স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাদের সঙ্গে চলাফেরা করলেও সাম্প্রতিক সময়ে স্বেচ্ছাসেবক দলে প্রবেশের চেষ্টা করছিল।

এ বিষয়ে আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, “রফিকুল ইসলাম রফিক কখনো স্বেচ্ছাসেবক দলের কোনো পদে ছিল না। সম্প্রতি সে দলে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু বিতর্কিত হওয়ায় তাকে বিবেচনা করা হয়নি।”

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে চট্টগ্রাম জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print