ডিসেম্বর ১, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ণ

চাঁদার জন্য হামলা-ভাঙচুর: বগুড়ায় বিসমিল্লাহ হোটেলের সামনে সন্ত্রাসী কাণ্ডে যুবক গ্রেপ্তার

বগুড়ার সদর উপজেলার গোকুল মধ্যপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ভয়ঙ্কর সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে মোঃ সাগর ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মোঃ সাগর ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে গত ২ জুন সকাল ১০টা ৩০ মিনিটে সাগর ইসলাম ও তার সঙ্গীরা দেশীয় অস্ত্রসহ ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা দোকান ভাঙচুর করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি করে এবং ব্যবসায়ীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনার পরের দিন ৩ জুন রাত ৭টা ৩০ মিনিটেও একইভাবে ফের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সাগর ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়েরকৃত মামলার নম্বর ৫৭, জি আর নম্বর ৭৩৫, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫। এ মামলায় দণ্ডবিধির ৪৪৭/৩৮৫/৪২৭/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম জানান, সাগর ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত এখনো চলমান, তাই আসামিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলার বাদী গত কয়েক বছর ধরে স্বামীর নামে থাকা জায়গায় হোটেল ও দোকান পরিচালনা করে আসছিলেন। চাঁদার দাবিকে ঘিরে তাদের শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশে নেমে আসে চরম অস্থিরতা।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print