ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ণ

ছাত্রলীগ নেতা তাকবির হত্যা মামলার আসামি গ্রেফতার

ছাত্রলীগ নেতা তাকবির হত্যা মামলার আসামি গ্রেফতার
ছাত্রলীগ নেতা তাকবির হত্যা মামলার আরেক আসামি তারেক গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়ার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা তাকবির হত্যা মামলার এজহারভুক্ত আরেক পলাতক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিক্র নারায়নগঞ্জের ফতুল্লা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, ধুনট উপজেলার নান্দিয়ারপাড়া এলাকার মোঃ ছলাইমান আলীর ছেলে সাকিবুল হাসান ওরফে তারেক (২৮)।

শুক্রবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদইর থেকে তারেককে গ্রেফতার করা হয়।

ইতোমধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print