জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাড়াদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের বিজয় মিছিলও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ এই বিজয় মিছিল সামাবেশ সফল করতে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা এই বিজয় মিছিলে অংশ নেয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আছর উপজেলা জামায়াতের উদ্যােগে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। বিজয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নন্দীগ্রাম বীর মুগ্ধ চত্ত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ জাতীয় মুক্তি দিবস, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দুই হাজার শহীদের রক্তস্নাত বাংলাদেশেকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত দেশ হিসেবে গড়তে চাই। ফ্যাসিবাদী সরকার ষোলোটি বছর মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করেছিল। সাধারণ জনগণের সব অধিকারগুলো কেড়ে নিয়ে এ দেশটাকে কবরে পরিণত করেছিল। ছাত্র-জনতার ওপরে গুলি করে হত্যা করেছিল। অনেক জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীন দেশে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ শাসক তৈরি না হয় তার জন্য আজকে আমাদের শপথ নিতে হবে। বিজয় মিছিলে উপজেলা ও পৌর জামায়াত সহ জামায়াতের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।