অক্টোবর ১৬, ২০২৫ ৪:১৮ এএম

জাকসু নির্বাচন: ফজিলাতুন্নেসা হলে ভোট বন্ধ

Oplus_16908288
Oplus_16908288

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান মেয়েদের এই হলে প্রবেশ করলে বিতর্কের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ভোট গ্রহণ বন্ধ করে দেয়।

অভিযোগ ওঠে, অনুমতি ব্যতিত মেয়েদের হলে প্রবেশ করে ছাত্রদল সমর্থিত এই ভিপি প্রার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

এর আগে, সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং ছাত্রশিবির সমর্থিত আরিফ উল্লাহ আদিব।

এসময় ছাত্রদলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ করেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালেট পেপার ছাপানোর অভিযোগও করেন তিনি।

তবে সাধারন শিক্ষার্থীদের ওপর আস্থা রাখতে চান ছাত্রশিবিরের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদও প্রকাশ করেন আদিব। নিয়মভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করার বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী।

উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট প্রদান শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয় ভোটগ্রহণ। তার আগেই কেন্দ্রগুলোয় পৌঁছানো হয় ব্যালেট বাক্স, পেপারসহ ভোটের অন্যান্য সরঞ্জাম। দায়িত্ব বুঝে নেন প্রার্থীদের পোলিং এজেন্টরা। ভোট গ্রহণ বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানায় কর্তৃপক্ষ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print