দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই, এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে দিন ব্যাপি নানা কর্মসুচি পালন করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) কর্মসুচির শুরুতে সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ফিতা কেটে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করে।
মেলায় দিনব্যাপি বিনামুল্যে চক্ষু পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা, রক্তদান কর্মসুচি, বৃক্ষরোপণ, গ্রাম আদালতের কার্যক্রম ও বিনামুল্যে আইনি সহায়তার বিষয়ে ভুমিকা তুলে ধরাসহ নানা কর্মসুচি পালন করা হয়।
পরে সচেতনা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রদানে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসক ইসরাত ফারজানা, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার জনাব লুৎফর রহমান।
সিনিয়র সহকারী জজ শবনম মুস্তারি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা জজ সমরেশ শীল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এডভোকেট মৃদুল, অ্যাডভোকেট সারোয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, দরিদ্র জনগোষ্ঠির মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মামলা পরিচালনার ক্ষেত্রে। ন্যায় বিচার পেতে অর্থাভাবে অনেক সময় বাঁধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে লিগ্যাল এইড আইনি সহায়তা দিয়ে সহযোগীতা করবে। তাই এ ধরনের বিষয়ে লিগ্যাল এইড কমিটির সাথে যোগাযোগ করতে বেশকিছু গুরুত্বপুর্ন পরামর্শ প্রদান করা হয়।
