ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবসে বগুড়া জেলা যুবলীগের আলোচনা সভা

জাতীয় শোক দিবসে বগুড়া জেলা যুবলীগের আলোচনা সভা
জাতীয় শোক দিবসে বগুড়া জেলা যুবলীগের আলোচনা সভা। ছবি: এনসিএন

বুধবার বিকেলে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে জাতীয় শোক দিবস ও শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শোক সমাবেশ পালিত হয়।

জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মজনু।

তিনি বলেন, জাতির পিতা এমন একজন মানুষ ছিলেন যিনি কখনও মাথা নত করেনি। তিনি নিজের ও তার পরিবারের কথা কখনও ভাবেননি। তিনি সব সময় দেশ ও দেশের মানুষের কথা ভেবেছিলেন।

তিনি আরও বলেন, আজ বিএনপি রাজপথে আন্দোলনের নামে যে জ্বালাও পড়াও করার পায়তারা করছে তা প্রতিরোধ করতে সব সময় প্রস্তুত থাকতে হবে।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি.জামান নিকেতা বলেন, আজকের এই শোক দিবস শুধু আওয়ামীলীগের শোক না। এটা বাঙ্গালী জাতির শোক। মুক্তিযুদ্ধের সময় মানুষ যখন মুক্তিযুদ্ধ করেছি সেদিন যেমন মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা৷ আজও বিরোধিতা করছে। এখনও আমরা লক্ষ্য করি বিএনপি রাজপথ রাজপথ করে জ্বালাও পোড়াও করে মানুষ কে পোড়ানোর চেষ্টা করতে চাচ্ছে আবার। বিএনপির গুজব ও আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করবে আবার কিন্তু আমরা সেই সুযোগ বগুড়ার মাটিতে আর দিব না। এসব থামাতে যুব সমাজ সব সময় প্রস্তুত।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, এডভোকেট মকবুল হোসেন মুকুল, এডভোকেট রেজাউল করিম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন নবাব, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, পৌর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন ও সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ও সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ, জেলা শ্রমিকলীগের আহবায়ক কামরুল মোর্শেদ আপেল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন।

এদিন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোক র‍্যালী করে জেলা আওয়ামী যুবলীগ।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print