জুলাই – আগস্টের ছাত্রজনতার ২০২৪-এর গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার বিজয় র্যালি হয়েছে । উক্ত র্যালির উদ্বোধন ঘোষণা করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে বিজয় র্যালি শুরু হয়ে জোহা চত্বর দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট হয়ে (রাবি) বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের দূর্গ তালাইমারি মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনে এসে শেষ হয়।
বিজয় র্যালি উদ্বোধনকালে রাবি উপাচার্য বলেন, গণঅভ্যুত্থানে সকল আহত ও নিহতদের স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থান হলো সংগ্রাম ও শিক্ষার প্রতীক। এক বছর আগে এ তারিখে মানুষের ভিতরে যে আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি আমার জীবনে কখনো দেখিনি। এই উদ্দীপনা আমাদের ধরে রাখতে হবে।
উক্ত র্যালিতে আরোও উপস্হিত ছিলেন রাবি উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাইন উদ্দীন, উপ – উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল ইসলাম মাসুউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আকতার হোসেন মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।