অক্টোবর ১, ২০২৫ ১২:৪৫ এএম

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Oplus_16908288
Oplus_16908288

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দু’দল। নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরিতে ম্যাচে ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যাবে জাকের আলী অনিককে। একাদশে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান

ভারত একাদশ: সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

উল্লেখ্য, সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। অপরদিকে, পাকিস্তানকে হারিয়েছে ভারত। দু’দলই চাইবে ব্যাক টু ব্যাক জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করতে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print