বগুড়ায় অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া সদর উপজেলাকে পরাজিত করে শিরোপা জেতে ধুনট।
ফাইনালের নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। ম্যাচের নায়ক হিসেবে উদ্ভাসিত হন ধুনট উপজেলার গোলরক্ষক রকি, যিনি ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সেরা গোলরক্ষক—এই তিনটি পুরস্কারই জিতে নেন।
খেলা শুরু হওয়ার আগেই মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠের চারপাশ, পাশের ভবন, এমনকি গাছেও উঠে খেলা উপভোগ করেন হাজার হাজার দর্শক। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম)।
এছাড়াও রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার জেলা প্রশাসকরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, টুর্নামেন্টের সদস্য সচিব আলমগীর হোসেন, ক্রীড়া সংস্থার সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরা, যাদের সম্মানে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।