ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ

ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন মঙ্গলাবার ভোর সাড়ে ৪ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন পুরানাপইলের তাজপুর সারপুকুর এলকায় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। ওই দিন সকালে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। তার পরিচয় উদঘাটনের জন্য রাজশাহী সিআইডি ক্রাইম সিনে সংবাদ পাঠানো হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

এনসিএন/এসএইচ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print