মে ২১, ২০২৪ ১২:০৬ এএম

ঠাকুরগাঁওয়ে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্যাস ট্যাবলেট খাওয়ার পর গলায় ফাঁস দিয়ে সুকিন চন্দ্র রায় (৩১) নামে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

১০মে (শুক্রবার) দুপুরে উপজেলার মীরডাঙ্গী এলাকার একটি আম বাগানে এ ঘটনা ঘটে।

মৃত সুকিন চন্দ্র রাতোর ইউনিয়নের রাঘবপুর বৈদ্ধপাড়া গ্রামের মংলু রামের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কয়েকজন মিলে বাড়ির পাশে মরিচ ক্ষেতে মরিচ তুলতে যায় সুকিন। পরে বাড়িতে এসে মোটরসাইকেল নিয়ে নেকমরদ বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায় সে।

নিহতের বড় ভাই মলিন চন্দ্র বলেন, দুপুরে আমার ভাই সুকিন আমার মোবাইল ফোনে কল করে জানান আমি গ্যাস ট্যাবলেট খেয়েছি আমি মীরডাঙ্গী বাজারের পাশে একটি আমবাগানে আছি আমাকে সবাই ক্ষমা করে দিও। তাৎক্ষণিক আমরা ঘটনাস্হলে এসে তার মরদেহ দেখতে পাই।

তিনি আরও বলেন, আগে গ্যাস টেবলেট খেয়ে আমাকে ফোন দিয়ে সে গলায় দড়ি দিয়ে আমগাছের ডালে ফাঁস দিয়েছে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সুকিন চন্দ্রের লাশ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print