মে ১১, ২০২৫ ৮:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পৃথক অভিযানে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গেল শনিবার রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম (৪৬) কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, আজ রোববার (১১মে) রাণীশংকৈল উপজেলায় থানা পুলিশের অভিযানে ওই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের একই গ্রামে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সারোয়ার হোসেন সেতু (৩৮) নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান ও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুর হক জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print