ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Oplus_16908288
Oplus_16908288

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩০ জুন) সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার একটি পুকুরে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় লাশটি পুকুরের পানিতে ভাসতে দেখে। এসময় লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে এলাকাবাসী।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে ঘটনাস্থলে ছুটে আসে উৎসুক জনতাসহ।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তাদের সন্দেহ লাশটি কয়েকদিন আগের, তাই এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হচ্ছে। এখনো নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print