আগস্ট ১৬, ২০২৫ ১০:০৫ পিএম

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক, টাকাসহ দুই যুবক আটক

Oplus_16777216
Oplus_16777216

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) ভোর রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ এলাকার মধ্য পারপুগী গ্রামে অভিযান চালিয়ে, মাদক ব্যবসায়ী মঞ্জুর রহমান ও ইউনুস আলীর নিজ বাসা থেকে মাদক ও নগদ অর্থসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মধ্য পারপুগী গ্রামের জহিরুল ইসলামের ছেলে মঞ্জুর রহমান (২৭) ও একই গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ইউনুস আলী (৩২)।

যৌথ বাহিনী জানায়, আজ শুক্রবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরের শীবগঞ্জ মধ্য পারপুগী এলাকার মঞ্জুর রহমান ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মঞ্জুর রহমানের বাড়ি থেকে ৩৫ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হিরোইন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এবং ইউনুস আলীর বাড়ি তল্লাশি করে ৯১ পিচ ইয়াবা, নগদ ৫৩ হাজার ৯৮০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোরশালিন তুরাগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মঞ্জুর রহমানের বিরুদ্ধে মামলা ও ইউনুস আলীকে ৬ মাসের কারাদণ্ড দেয়।

এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, আজ ভোর রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযানে দুই মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print