ডিসেম্বর ১, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিএসএফ। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০৭ মে) ভোড় রাতে জেলার রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি।

বিজিবি সুত্রে জানা গেছে, ওই উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নং পিলার সংলগ্ন এলাকায় ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার আশপাশে তারা আনাগোনা করছিল। এসময় সীমান্তে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সদস্যরা তাদের আটক করে। এরপর বিএসএফ’র পক্ষ থেকে বর্ডার গার্ড বিজিবিকে বিষয়টি নিশ্চিত করে।

আটকৃতদের মধ্যে দুই বাংলাদেশী নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মড়লহাট জিয়াবাড়ী গ্রামের মোঃ আনসারুল ইসলামের ছেলে শামিম হোসেন (৩৫), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৩০)।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ জানান, তারা সবাই আগে থেকেই ভারতে ছিল। ভোড় রাতে ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে আনাগোনা করছিল। এসময় তাদের আটক করে বিএসএফ। বিষয়টি জানার পর বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print