ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ণ

ঢাকায় রুশ-বাংলাদেশ পর্যটন সহযোগিতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Oplus_16908288
Oplus_16908288

ঢাকাস্থ রাশিয়ান হাউস বাংলাদেশি পর্যটন সাময়িকী “ভ্রমণ”-এর সহায়তায় “রাশিয়া-বাংলাদেশ পর্যটন সহযোগিতা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৪শে জুন ঢাকাস্থ রাশিয়ান হাউজে পর্যটনের সম্ভাবনা সম্প্রসারণ এবং অংশগ্রহণকারীদের রাশিয়ার পর্যটন সম্ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিত করানোর লক্ষ্য নিয়ে এই আয়োজন হয়। 

সেমিনারে উভয় দেশের পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচকরা উল্লেখ করেন, রাশিয়ার গণমাধ্যমে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোর আরও সক্রিয় প্রচার প্রয়োজন, কারণ দেশটি এখনো রুশ পর্যটকদের কাছে তেমনভাবে পরিচিত নয়। পাশাপাশি, বাংলাদেশি ট্যুর অপারেটরদের রাশিয়াকে একটি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে আরও জোরালোভাবে উপস্থাপন করার আহ্বান জানানো হয়।

বক্তারা ঢাকাস্থ রাশিয়ান হাউসকে এমন একটি অর্থবহ অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন। সেমিনার শেষে অতিথিরা রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আয়োজিত একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন, যেখানে দেশটির বৈচিত্র্যময় ও অনন্য প্রাকৃতিক দৃশ্যপট উপস্থাপিত হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আরটি ডকুমেন্টারি এর ‘রাশিয়া: এন ইনসাইড লুক’ সিরিজের ‘পিটারহফ’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়, যা দর্শকদের রাশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন স্থানের এক ভার্চুয়াল সফরে নিয়ে যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print