ডিসেম্বর ১, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ১

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের পেছনে কভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার কাছাকাছি এলাকায় পণ্যবাহী কভার্ডভ্যানটি পেছন থেকে প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান জানান, আজ ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারে থাকা এক নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ বলেন, ‘নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

গতকালও ভোরে ঘন কুয়াশার কারণে মহাসড়কে একাধিক দুর্ঘটনায় নিহত হন ১ প্রাইভেটকারচালক। আহত হন আরও অন্তত ১০ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print