অক্টোবর ১৫, ২০২৫ ৭:০২ পিএম

ঢিলে ঢালা অবরোধ বগুড়ায়, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বিএনপির ডাকা অবরোধের চতুর্থ কর্মসূচির প্রথম দিন আজ রবিবার বেশ ঢিলে ঢালা ভাবেই বগুড়ায় পালিত হচ্ছে অবরোধ কর্মসূচী। সকালে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা বগুড়া-নওগাঁ মহাসড়কের চারমাথা এলাকায় গাছের গুড়ি ফেলে অবরোধ করলেও পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর শহরের দ্বিতীয় বাইপাস ফনির মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। অবরোধে পুলিশ বাধা দিলে নেতাকর্মী ও পুলিশের মধ্যে দ্বিমুখী সংঘর্ষ বাধে। পুলিশ দুটি টিয়ারশেল নিক্ষেপ করলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আরো পড়ুনঃ বগুড়ায় গাছের গুড়ি ফেলে জামায়েতের মহাসড়ক অবরোধ

এদিকে মহাসড়কে সকাল থেকেই পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। এই সংবাদ লেখার সময় পর্যন্ত জেলায় গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের কোন ঘটনা ঘটেনি। বগুড়া জেলার মধ্য দিয়ে সকল পণ্যবাহী ট্রাক নির্বিঘ্নে চলাচল করতে দেখা গেছে। বিশেষ প্রয়োজনে পুলিশ, বিজিবি এবং র‍্যাবের টহল গাড়ি পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করছে।

বগুড়া র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন নর্থ ক্যাপিটাল নিউজকে বলেন, নাশকতা এড়াতে আমরা সর্বদা মহাসড়কে অবস্থানরত আছি। পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌছে দিতে আমাদের স্কট প্রস্তত আছে। এছাড়াও আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরো পড়ুনঃ বগুড়ায় অবরোধের দ্বিতীয় দিনে বিএনপির ৬৪ জনসহ অজ্ঞাত অনেকের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য, বিএনপির ডাকা অবরোধের মধ্যে চতুর্থ কর্মসূচি চলছে। এর আগে দ্বিতীয় কর্মসূচীতে অবরোধকারীরা মহাসড়কে গাড়ি ভাংচুর, ককটেল বিষ্ফোরণ ও বিষ্ফোরক দ্রব্য পাওয়ার অভিযোগে ৬৪ জন নামীয় এবং অজ্ঞাত আরো অনেকের নামে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়।

 

এনসিএন/স

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print