বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমঝুপি স্কুল মাঠে ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ওহাব বলেন, বগুড়ার গর্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সকল ভোটারকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
মীর শাহে আলম এ অঞ্চলের নিপীড়িত-নির্যাতিত মানুষের নির্ভরতার নাম। ইনশাআল্লাহ, আমরা সবাই মীর শাহে আলমের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে ধানের শীষ মার্কায় ভোট দেবো।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা জিল্লুর রহমান, হান্নানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পক্ষ থেকে উপস্থিত গ্রামবাসীর প্রতি শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন।
এসময় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।