স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়া শহরে ঢাক-ঢোল পিটিয়ে বিজয় মিছিল করেছে মুক্তিযুদ্ধের প্রজন্মদল। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সমাবেশ করা হয়েছে।
৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বুধবার জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরার নেতৃত্বে ঢাক-ঢোল পিটিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়। শহরের রেলওয়ে ট্রাস্ট মার্কেটের সামনে থেকে মিছিল বের হয়ে প্রেস ক্লাব নতুন ভবন মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে জড়ো হন নেতাকর্মীরা।
সমাবেশে আব্দুল আজিজ হিরা বলেছেন, বিএনপি-ধানের শীষের গণজোয়ার বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট গ্রামীণ জনপদে পৌঁছাবে মুক্তিযুদ্ধের প্রজন্মদল। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সারিতে নেতাকর্মীরা সশরীরে নেতৃত্ব দিয়েছে।
উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সহ সভাপতি আবুল কাশেম, সানাউল হোসেন, জিয়াবুল ইসলাম জিয়া, আরিফ সরকার টিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, খায়রুল হাসান কোমল, সহ-সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, গৌরাঙ্গ মোহন বসাক, মির্জা জামান আলী, সাজ্জাদুর রহমান রতন, মিঠু মিয়া, জোবাইদুর রহমান, টুলু মিয়া, শহিদুল ইসলাম, বগুড়া সদর উপজেলা প্রজন্মদল আহবায়ক শায়েস্তা খান, সদস্য সচিব রেজাউল সরকার রেজা, শেখ রাসেল, এজাজুল হক, সম্রাট হোসেন, হানজেলা মীর, শফিকুল ইসলাম, গোফফার আলী ডাবলু, মাহমুল করিম তালুকদার, সিজু মিয়া প্রমূখ।