অক্টোবর ১, ২০২৫ ৭:৪০ পিএম

তাসকিনের জোড়া আঘাতে বিপাকে নেদারল্যান্ডস

তাসকিনের জোড়া আঘাতে বিপাকে নেদারল্যান্ডস। ছবি: ইন্টারনেট
তাসকিনের জোড়া আঘাতে বিপাকে নেদারল্যান্ডস। ছবি: ইন্টারনেট

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাসকিনের হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। সেই ভরসাও রেখেছেন ঢাকা এক্সপ্রেস। নিজের প্রথম ওভারের প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন এই পেসার।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম ম্যাচের শুরুটা দুর্দান্ত করেও শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সামনে মাত্র ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে সাকিব বাহিনী।

হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারে উদ্বোধনী জুটিতেই ৪৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের ব্যাটারদের উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিল বাড়তে থাকায় রান আর আশানুরূপ বাড়েনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৪ রানে থেমে যেতে হয়েছে টাইগারদের।

এদিন ম্যাচে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন ধ্রুব। শেষ দিকে ১২ বলে ২০ রান করে বাংলাদেশের রান ১৪০- এর কোটা পার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print