অক্টোবর ১, ২০২৫ ২:৫৭ পিএম

দুর্দান্ত সেঞ্চুরি করলেন মিরাজ

সেঞ্চুরির পর মিরাজ
সেঞ্চুরির পর মিরাজ। ছবি: স্টার

ঘরের মাঠিতে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শেষ ওভারে ১৫ রান তুলে নিয়ে অসাধারণ এক শতক উপহার দিয়েছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি। ৮৩ বলে আটটি বাউন্ডারি ও চারটি ছক্কা দিয়ে সেঞ্চুরি করেছেন মিরাজ।

আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই সেঞ্চুরি করেন তিনি।

এর আগে দলের নাজুক অবস্থায় হাল ধরেন মিরাজ। সাথে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটির দুর্দান্ত তালমিলে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ।

এদিকে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৪ রান তুলেছে টিম ইন্ডিয়ার ব্যাটাররা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print