অক্টোবর ১৭, ২০২৫ ১:০২ এএম

দ্রব্যমূল্য বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্য বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
দ্রব্যমূল্য বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য। তবে প্রত্যেক মানুষের জীবনে ভালো ও মন্দ সময় থাকে। ভয় পাওয়ার কিছু নেই।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এটা সত্যি যে মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক প্রভাব বেশি। এখন বৈশ্বিক প্রভাব তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, কখনো খারাপ সময় থাকে। আমাদের প্রধানমন্ত্রীও যেটা বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। সে চিন্তা করেই কিন্তু উনি বারবার বলছেন। উনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন। যেন মানুষের সমস্যা না হয়।

মন্ত্রী বলেন, সয়াবিন তেলের বিষয়টি আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। খুব শিগগির আবার বসে পুরো জিনিসটা এসেস করে, স্টাডি করে নির্ধারণ করবে।

সূত্রঃ জাগো নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print