এপ্রিল ১৯, ২০২৪ ১১:৫১ এএম

‘ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পুলিশকে সাধারন মানুষের মনের মনিকোঠায় পৌঁছাতে হবে’

শাজাহানপুর থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: এনসিএন
শাজাহানপুর থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা মে) শাজাহানপুর থানা কমপ্লেক্সের মনোরম পরিবেশে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি পত্নী সুনন্দা চক্রবর্তী।

প্রধান অতিথি বক্তব্যে সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘সমাজে অপরাধ দমনের পাশাপাশি ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পুলিশকে সাধারন মানুষের মনের মনিকোঠায় পৌঁছাতে হবে। তাহলেই সমাজ থেকে খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড হ্রাস পাবে।’

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, য্গ্মু সাধারন সম্পাদক আছাদুর রহমান দুলু, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালেবুল ইসলামসহ সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print