সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৪০ পিএম

ধুনটবাসী কল্যাণ সংস্থা’র বিশ্ব ওজোন সংরক্ষণ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার ধুনটে আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকালে আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

চারা গুলো ধুনট সরকারি ডিগ্রি কলেজ, ধুনট আদর্শ স্কুল, গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া জান্নাতুল বাকি কবরস্থান, ঈদগাঁ মাঠ, মসজিদ ও মাদ্রাসায় রোপন করা হয়েছে।

এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সোলায়মান আলী, ধুনট আদর্শ স্কুলের প্রধান শিক্ষক সেজাব উদ্দিন, কলেজ শিক্ষক মশিউর রহমান, হাদিউজ্জামান হাদি মাদ্রাসার দায়িত্বশীল হুজুর, শিক্ষার্থীসহ আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার সভাপতি আঁখিনূর জামান বকুল, প্রভাষক সাইফুল ইসলাম নাবিল, জিন্নাহুর রহমান রাকিব, নাবিলা তাবাসসুম, তাফসির এবং স্থানীয় সেচ্ছাসেবীগণ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস প্রতি বছরের ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ভাবে পালিত একটি সচেতনতা দিবস। ওজোন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে দিবসটি পালন করা হয়। ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনের স্মরণে ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বরকে জাতিসংঘের সাধারণ পরিষদ আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print