বগুড়ার ধুনটে ২৮ বছর বয়সী এক নারীর ব্যক্তিগত ছবি বিকৃত করে অশ্লীল ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রত্নীপাড়া গ্রামের কালাম প্রামানিকের ছেলে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও তার স্ত্রী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার দিতি আক্তার পূর্ব শত্রুতার জের ধরে একই উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা গ্রামের সেলিম রেজার স্ত্রী রুমা খাতুনের ক্ষতি করার চেষ্টা করছে।
রুমা খাতুন জানান, আসাদুল ও তার স্ত্রী দিতি আক্তার কৌশলে আমার কিছু ব্যক্তিগত ছবি প্রযুক্তির মাধ্যমে অশ্লীলভাবে সম্পাদনা করে, সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। আমাকে ব্ল্যাকমেইল মাধ্যমে ২০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় আমি শুক্রবার ধুনট থানায় আসাদুল ও তার স্ত্রী দিতিকে বিবাদি করে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
বিবাদী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য দিতি আক্তার উভয়ই বলেন, বাদি রুমা খাতুনকে কোন হুমকি বা টাকা দাবি করিনি। মুলত সে একজন আওয়ামীলীগ নেত্রী। অন্যায় ভাবে আমাদেরকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।